নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করুন

নানান প্রয়োজনে আমাদের আইডি কার্ড যাচাই করতে হয় বা আসল নকল দেখে নিতে হয়। আপনি কি আইডি কার্ড যাচাই করার নিয়ম জানতে চাচ্ছেন? এক্ষেত্রে আপনি খুব সহজেই নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করে নিতে পারেন। আপনার ভোটার ফর্মের নাম্বার অথবা এন আইডি নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করতে পারবেন। উভয় পদ্ধতি  নিয়েই আজকের আলোচনা সাজানো হয়েছে। চলুন জেনে নেই বিস্তারিত।

নাম্বার দিয়ে আইডি কার্ড চেক

নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার জন্য ভিজিট করুন Automated Challan System। এখানে ভিজিট করে পাসপোর্ট ফি অপশন সিলেক্ট করুন। এরপর ব্যক্তি বাটনে ক্লিক করে জাতীয় পরিচয় পত্র নাম্বার ও জন্ম তারিখ লিখে Check NID বাটন ক্লিক করুন। আইডি নাম্বার ঠিক থাকলে নাম ও ঠিকানা দেখতে পাবেন।

নাম্বার দিয়ে আইডি কার্ড চেক

  • ভিজিট করতে হবে অটোমেটিক চালান ওয়েবসাইটে
  • এরপরে পাসপোর্ট ফি অপশনে যেতে হবে
  • পাসপোর্ট এর যে কোন একটি অপশন বাছাই করতে হবে
  • এরপরে ব্যক্তির তথ্য যাচাই করতে হবে
  • এরপরে আইডি কার্ড নাম্বার অ জন্ম তারিখ লিখতে হবে
  • সব শেষে Check NID ক্লিক করলে আইডি কার্ডের তথ্য পাওয়া যাবে

সাধারণ জিজ্ঞাসা

এস এম এস এর মাধ্যমে কি এন আইডি নাম্বার বের করা যায়? 

যারা নতুন ভোটার হয়েছেন এবং এখনও এন আইডি কার্ড হাতে পাননি তারা সহজেই এস এম এস এর মাধ্যমে আইডি নাম্বার বের করতে পারবেন। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন NID, তারপর স্পেস তারপর ফর্ম নাম্বার স্পেস আপনার জন্ম তারিখ DD-MM-YY ফরম্যাটে। মেসেজটি পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে। এরপরে ফিরতি মেসেজেই আপনার আইডি নাম্বার পেয়ে যাবেন।

জাতীয় পরিচয় পত্র নাম্বার বা ফর্ম নাম্বার ভুল দেখানোর কারণ কী?

অনেক সময় সঠিক ফর্ম নাম্বার লেখার পরও error দেখানো হয়। এর কারণ হতে পারে আপনার জাতীয় পরিচয় পত্র এখনও অনলাইনে আসেনি। এক্ষেত্রে আপনি আপনার ৯ অংকের ফর্ম নাম্বারের আগে NIDFN লিখে পুনরায় তথ্য প্রবেশ করান। আশা করা যায়, এবার আর error দেখাবে না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *